close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে..

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ৭২,৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।..

 

 

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম পর্যায়ে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনা অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার সকাল ৯ টার দিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম সিকদার নিশ্চিত করে তিনি বলেন, আজ ৫ মে 'এ ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ মে ' বি' ইউনিট এবং আগামী ৭ মে 'সি ' ইউনিট ( বাণিজ্য) ও ( বিজ্ঞান ও মানবিক) শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবছর এ, বি, ও সি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছে। এর মধ্যে এ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন। বি ইউনিট এর জন্য ২২ হাজার ২৯৩ জন এবং সি ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও সি ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং সি ইউনিটে ১৮ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এবছর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ১ হাজার ৭৯৫ টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এ বছর প্রতি আসনে বিপরীতে ৪০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

No comments found