close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুর-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মোঃ আখতারুজ্জামান মিয়া।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক এমপি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।..
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে চিরিরবন্দর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও রির্টানিং অফিসার ফাতেহা তুজ জোহরার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
 
আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। এজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
 
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সহযোগি অধ্যাপক মেছবাহুল ইসলাম, সাঁইতাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মোকছেদুর রহমান উপস্থিত ছিলেন।
 
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
نظری یافت نشد


News Card Generator