স্টাফ রিপোর্টার > দিনাজপুরের বিরল সীমান্তে আটক ৯ বাংলাদেশীকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। আজ শুক্রবার সন্ধ্যার আগে বিজিবি বিএসএফের কোম্পানী কমান্ডার পর্য্যায়ে ওই পতাকা বৈঠক এবং নাগরিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটক ৯জনকে আগামীকাল শনিবার আদালতে তুলে দিবে বিরল থানা পুলিশ।
জানা গেছে, ভারতের বিভিন্ন স্হানে শিল্পকারখানাসহ বিভিন্ন সেক্টরে শ্রম দিতে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল বাংলাদেশীরা। ভারত পাকিস্তান সৃষ্ট যুদ্ধের কারনে উদ্ভুত পরিস্থিতিতে দালালের মাধ্যমে দেশে ফিরে আসছিল তারা। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের দক্ষিন দিনাজপুরে বিএসএফের ৬৩ ব্যাটালিয়নের ক্যাম্পের সদস্যরা আটক করে তাদের।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, আটক ৯ বাংলাদেশীকে আজ শুক্রবার সন্ধ্যার আগে পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরীগঞ্জ ক্যাম্পে তুলে দিয়েছে তারা।
আটক বাংলাদেশীদের মধ্যে ১। মতিউর রহমান (৪৫) পিতা-মৃত খোকা মোহাম্মদ, সাং-নাগরবাড়ী, ২। মোঃ রফিকুল ইসলাম (৩৮) পিতা-মৃত আশরাফ আলী সাং-মানিকপাড়া, ৩। মোঃ সামিউল ইসলাম (৩৫) পিতা-মৃত নুর মোহাম্মদ সাং-রতনুর ৪। নুরজামাল (৪০) পিতা মনছুর আলী সাং-ওকড়া, সর্ব থানা-বিরল, ৫। রমজান আলী (২৩) পিতা- আইয়ুব আলী সাং-বড় সুলতানপুর,৬। আরমান আলী (২৫) সাং-মোবারকপুর, ৭। কাজল ইসলাম (২০) উভয় পিতা-মোঃ মাজেদুর রহমান, ৮। নাঈম হোসেন (২৩) পিতা-মৃত আজিজুর রহমান, ৯। রিপন ইসলাম (২৭) পিতা-মোঃ সাহাজুল ইসলাম সাং-গোপালপুর, সর্ব থানা-বোচাগঞ্জের বাসিন্দা।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, আইনগত ব্যবস্হা নিতে সন্ধ্যা ৭টান দিকে ওই ৯ বাংলাদেশীকে বিরল থানায় হস্হান্তর করেছেন তারা।
বিরল থানার ইনচার্জ আব্দুল ছবুর জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে মামলা দায়ের করেছে বিজিবি। তাদেরকে আগামীকাল শনিবার আদালতে তুলে দিবেন তারা।
গতকাল ৮ই মে ঠাকুরগাঁয়ের হরিপুরে অবৈধভাবে
সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশর সময় ১০ বাংলাদেশীকে আটক করেছিল বিজিবির ৪২ ব্যাটালিয়ের হরিপুর ক্যাম্পর সদস্যরা।
####