শনিবার (১০ মে) সকাল ৭ টায় দীঘিনালার মাইনী ভ্যালি থেকে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে জেলার বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু, ধর্মপ্রাণ নারী-পুরুষ ও শিশু-কিশোররা অংশ নেন।
উপজেলার বিহারগুলোতে দিনব্যাপী পালিত হয় সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান, প্রদীপ প্রজ্বলন ও ধর্মদেশনা। পাশাপাশি পার্বত্য ভিক্ষু সংঘের উদ্যোগে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
সন্ধ্যায় বিহারগুলোতে পঞ্চশীল গ্রহণ, প্রবজ্যা প্রদান, প্রদীপ পূজা ও ফানুস বাতি উড়ানো আয়োজনের কথা রয়েছে।
পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক ভিক্ষু লৌকমিত্র থেরো বলেন, “এই পবিত্র দিনে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ, বোধিলাভ ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাঁর অহিংসা ও শান্তির বাণী যদি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া যায়, তবে হিংসা ও সংঘাত থেকে মুক্তি সম্ভব। আমরা আজ সকলের মঙ্গল কামনা করছি।”
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দীঘিনালা উপজেলা সহ পুরো খাগড়াছড়িতে ছিল ধর্মীয় উৎসবের এক অনন্য পরিবেশ, যেখানে ছিল শান্তি, সহমর্মিতা ও মানবকল্যাণের বার্তা।