close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দীঘিনালায় বিষমুক্ত প্রযুক্তি পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়..

Md sohel Rana avatar   
Md sohel Rana
****

মো: সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি) 
খাগড়াছড়ি দীঘিনালায় সরকারি এক্সটেনশন বিভাগ, গবেষণা প্রতিষ্ঠান ও পার্বত্য জেলা পরিষদের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কমিউনিটি লার্নিং সেন্টারে প্রকৃতি-ভিত্তিক সমাধান প্রযুক্তি পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। 
সোমবার(১৫ ডিসেম্বর) সকালে  তৃনমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে  HELVETAS  BANGLADESH ICIMOD"Promoting GESI Responsive Nature-Based Solutions for Enabling Resilience in CHT" প্রকল্পের অধীনে দীঘিনালা উপজেলা বড়াদম ও বাচামেরুং এলাকা স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কমিউনিটি লার্নিং সেন্টারে প্রকৃতি-ভিত্তিক সমাধান প্রযুক্তি পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করেছেন খাগড়াছড়ি জেলা কৃষি  উপরিচালক মো: নাছির উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি জেলা কৃষি  অতিরিক্ত উপরিচালক ওষ্কর বিশ^াস, বাংলাদেশ পরমানু কৃষি ইউষ্টিটিউট(বিনা) খাগড়াছড়ি উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা রিজ্ঞান গুপ্ত, বাংলাদেশ পরমানু কৃষি ইউষ্টিটিউট(বিনা) খাগড়াছড়ি উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা অং সিংহলা মারমা, খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষনা ইউষ্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মালেক, খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষনা ইউষ্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ মারমা, দীঘিনালা উপজেলা কুষি সম্প্রসারন কর্মকর্তা মো: কামরুজ্জামান সুমন, এলএসপি রাহুল চাকমা,  দীঘিনালা স্যানিটারি এন্ড ফুড সেফটি ইন্সপেক্টর তৎজিম চাকমা, কবাখালী ইউপি মহিলা সদস্য বিপুরীতা চাকমা প্রমূখ। 
এতে সরকারী কৃষি ও বৈজ্ঞানিক কর্মকর্তারা তৃনমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়িত বিষমুক্ত শাক সবজি চাষাবাদ, বেইজড ভার্মি কম্পোট উৎপাদন পরিদর্শন করেন।
প্রকল্পের উদ্দেশ্য বন উজার, মাটির ক্ষয় ও পুষ্টি উপদানের অবক্ষয় , অতিরিক্ত জনসংখ্যার চাপ, টেকসই নয় এমন ভূমির ব্যবহার পদ্ধতি এই সমস্যাগুলো জীবিকাও খাদ্য নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলে এবং টেকসই কৃষি ব্যবস্থা উন্নয়নে পথে বহুমূখী প্রতিবন্ধকতা সৃষি করে। এই সমস্যগুলো সমাধানে প্রকল্পের মূল উদ্দেশ্য সরকারি সম্প্রসারণ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পার্বত্য পরিষদে প্রতিনিধিদের মধ্যে সিএলসি-এর প্রকৃতি-ভিত্তিক সমাধান কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান বৃদ্ধি করা। কৃষি-পরিবেশগত ও প্রকৃতি-ভিত্তিক সমাধান পদ্ধতির কার্যকারিতা সরাসরি প্রদর্শনের মাধ্যমে অংশীদারদের সচেতনতা ও আগ্রহ সৃষ্টি করা। বিভিন্ন সরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ ও পরিকল্পনায় অন্তর্ভুক্তির জন্য সহায়ক পরিবেশ তৈরি করা। সিএলসি এর সফল উদ্যোগসমূহ বৃহত্তর পরিসরে সম্প্রসারণের সম্ভাবনা চিহ্নি ও উৎসাহিতকরা। 

No comments found


News Card Generator