close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ডি.এম.খালীতে যুবদলের শক্তিশালী ঘাঁটি গড়ার ডাক: ৯নং ওয়ার্ডে ঐক্যবদ্ধ কর্মী সভায় নতুন নেতৃত্বের উত্থান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ডি.এম.খালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক আলোচনা ও কর্মী সভা। ‘কিরন সাহেবকে এমপি হিসেবে দেখতে চাই’—এই শ্লোগানে মুখরিত সভায় নেতাকর্মীরা জানালে..

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ডি.এম.খালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার নতুন ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত হলো এক জমকালো আলোচনা ও কর্মীসভা। ২১ এপ্রিল সোমবার মাগরিবের পর চর হোগলা রাড়ী কান্দি এলাকায় আয়োজিত এই সভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভাটি শুরু হয় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে, যা পুরো আয়োজনকে করে তোলে ভাবগম্ভীর ও শৃঙ্খলাপূর্ণ। সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক শাকিল হাওলাদার, আর পুরো সভার সঞ্চালনায় ছিলেন ডি.এম.খালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃস্থানীয় ছাত্রনেতা ও সভাপতি পদপ্রার্থী মো: সাহিদ মাহমুদ। নিজের কণ্ঠে তিনি দলের প্রতি ভালোবাসা ও নেতৃত্বদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় উপস্থিত নেতারা তাঁদের বক্তব্যে দলীয় সংহতি, দায়িত্ববোধ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁরা বলেন, “কিরন সাহেবের হাতকে আরও শক্তিশালী করতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করে তাঁকে আমাদের এমপি হিসেবে দেখতে চাই।” এই বক্তব্য যেন নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণ সঞ্চার করে দেয়।

সভায় নবগঠিত ৯নং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে পরিচিত করা হয়।
তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন—
 মো: জলিল আখন – নবনির্বাচিত সভাপতি, ৯নং ওয়ার্ড
 মো: শাহাবুদ্দিন মাদবর – সিনিয়র সহসভাপতি
মো: মাসুদ সরকার – নবনির্বাচিত সাধারণ সম্পাদক
 মো: ফারুক বেপারি – যুগ্ম সাধারণ সম্পাদক
মো: আব্বাস ছৈয়াল নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.এম.খালী ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব পলাশ মাঝি। তিনি বলেন, “এই কমিটি আমাদের ইউনিয়নের অগ্রযাত্রার প্রতীক। দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলকেই আগে সংগঠিত করতে হবে, আর ৯নং ওয়ার্ড তারই একটি বাস্তব উদাহরণ।”

নেতাকর্মীদের অনুপ্রাণিত করে তিনি বলেন, “বর্তমান সরকারবিরোধী আন্দোলনে যুবদলের ভূমিকা হবে ঐতিহাসিক। এ নেতৃত্ব আগামী দিনে জাতীয় পর্যায়ে আলো ছড়াবে।”


এই সভার মধ্য দিয়ে বোঝা গেল, ডি.এম.খালী ইউনিয়নে বিএনপিপন্থী যুব নেতৃত্বের নতুন জাগরণ শুরু হয়েছে। তৃণমূল থেকে জাতীয় নেতৃত্ব তৈরির এই যাত্রায় এমন কর্মীসভাগুলো হয়ে উঠছে দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম।

সামনে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই কমিটির কার্যক্রম কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

Nenhum comentário encontrado