close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ধর্মপাশায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

Abdus Samad avatar   
Abdus Samad
ধর্মপাশায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

 

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়, যেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। দিবসটি ঘিরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে ব্যাপক হারে গাছ লাগানো, জনসচেতনতা বৃদ্ধি, ও দূষণকারী উপাদানের ব্যবহার কমানোর কোনো বিকল্প নেই। পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিকভাবে পরিচ্ছন্নতা বজায় রেখে পরিবেশ রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, প্রাণিসম্পদ কর্মকর্তা উৎপল সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের মাঠ সহায়ক এম এম আর সৌরভ, পারি'র সিডিও কর্মকর্তা বিদ্যুৎ মাংসাং, এবং সাংবাদিক সেলিম আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

No se encontraron comentarios


News Card Generator