close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ধর্ম অবমাননার অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন..

অনিরুদ্ধ সাজ্জাদ avatar   
অনিরুদ্ধ সাজ্জাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশ..

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ছয় সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক বাকীবিল্লাহ, সহকারী প্রক্টর আলিম মিয়া এবং তরিকুল ইসলাম জনি। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত কয়েকজন শিক্ষার্থী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার পাশাপাশি নিজেকে 'গড' হিসেবে দাবি করেছেন এবং সহপাঠীদের মাদক গ্রহণে উৎসাহিত করেছেন—এমন অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দেন প্রক্টর বরাবর এবং অভিযুক্তদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।

ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। ধর্মপ্রাণ শিক্ষার্থীরা কয়েক দফা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তাদের দাবির প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।

প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments found


News Card Generator