close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ধলিয়া বহুলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-১৯৮৬ পুনর্মিলনী: আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
চূড়ান্ত প্রস্তুতি সভা আগামী ৩০ মে শুক্রবার, মাগরিবের নামাজের পর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাসভবনে অনুষ্ঠিত হবে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ধলিয়া বহুলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৮৬ ( ডিবিএমএইচএস ব্যাচ ৮৬) এর পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজক কমিটির সপ্তম সভা আজ ২৩ মে ২০২৫ খ্রি. ভালুকা আধুনিক চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক হেলিম খান এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব ফখরুল ইসলাম।

সভায় পুনর্মিলনীর সার্বিক প্রস্তুতি, অতিথি তালিকা, অনুষ্ঠানসূচি ও অন্যান্য আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন এবং অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেন।

সভায় জানানো হয়, চূড়ান্ত প্রস্তুতি সভা আগামী ৩০ মে শুক্রবার, মাগরিবের নামাজের পর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাসভবনে অনুষ্ঠিত হবে।

পুনর্মিলনী আয়োজনকে সফল করতে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে: নয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি, যার নেতৃত্বে রয়েছেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। একত্রিশ সদস্য বিশিষ্ট আয়োজক কমিটি, যার সদস্যরা সার্বিক প্রস্তুতি ও সমন্বয়ের দায়িত্বে রয়েছেন। কার্যভিত্তিক সাব-কমিটি, যারা নির্দিষ্ট কার্যক্রম বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ব্যাচমেট ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্মৃতিময় এই দিনটিকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়েছে।

No comments found