close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন : কাজী আলাউদ্দীন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসভায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন বিএনপি নেতা কর্মীদের বিভক্ত না হয়ে ধানের শীষের পক্..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসভায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন বিএনপি নেতা কর্মীদের বিভক্ত না হয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শুক্রবার (২৩ জানুয়ারি '২৬) বিকাল ৩টায় গুনাকরকাটি প্রাইমারি স্কুল মাঠে কুল্যা ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভার প্রধান আকর্ষণ কাজী আলাউদ্দীন বলেন, মনোনয়নের আগে সাতক্ষীরা -৩ আসন থেকে বিএনপির হাই কমান্ড আমাকে, ইঞ্জিনিয়ার মুকুল হোসেনকে এবং ডাঃ শহিদুল আলম কে ডেকেছিলেন। সেখানে আমাদের মাঝে আলোচনা হয়েছিল যে মনোনয়ন পাবে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে তার সাথে কাজ করব। কিন্তু দুঃখের বিষয় একজন  প্রার্থী তার কথা রাখলেও আর একজন প্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা অমান্য করে জামাতের উস্কানিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং এই আসনে যদি বিএনপির মনোনীত প্রার্থী এমপি না হয় তাহলে সকল উন্নয়ন ব্যহত হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি বিএনপিকে উপহার দিবেন।  কুল্যা বিএনপির সভাপতি মঞ্জুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিঃ মোঃ আইয়ুব হোসেন (মুকুল)।  এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ, কেন্দ্র কৃষক দলের নেতা আমিনুর রহমান মিনি, উপজেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব প্রমুখ।


এদিকে আশাশুনি উপজেলার  গুনাকরকাটি প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী জনসভার পূর্বে শুক্রবার জুম্মা নামাজের পরে সংসদ সদস্য পদপ্রার্থী কাজী আলাউদ্দীন কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের দোয়া সমর্থন ও ধানেরশীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। 

No se encontraron comentarios


News Card Generator