ঢাকায় সংঘবদ্ধ প্রতারকচক্রের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ..

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
****

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট থানা কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে সংঘবদ্ধ এক অনলাইন প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১১১ ভরি স্বর্ণালঙ্কার, বিপুল পরিমাণ নগদ অর্থ ও উচ্চমূল্যের মোবাইল ফোন।

 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. আসিফুর রহমান (২০), মো. আল আমিন (২৫) এবং অনামিকা (২৪)। গত ১৬ মে রাজধানীর সাভার ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

 

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক নারী ২০২৪ সালের জানুয়ারিতে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রতারণার শিকার হন। অভিযোগে বলা হয়, "দোয়া কবুলের অলৌকিক গল্প" নামক একটি ফেসবুক গ্রুপে "তদবীর রুকাইয়া" নামের একটি পোস্ট দেখে তিনি যোগাযোগ করেন। এরপর ‘তাহকিয়া’ নামে আরেকটি ফেসবুক আইডির মাধ্যমে তাকে সন্তান লাভের আশ্বাস দিয়ে অর্থ ও স্বর্ণালঙ্কার কুরিয়ারে পাঠাতে বলা হয়। সরল বিশ্বাসে ভুক্তভোগী ওই নারী প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও কিছু ব্যবহার্য সামগ্রী পাঠানোর পর প্রতারকের আইডি থেকে তাকে ব্লক করে দেওয়া হয়।

 

ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৬ মে রাত সাড়ে ৩টার দিকে সাভার এলাকা থেকে আসিফুর রহমানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অপর দুই আসামিকে।

 

পুলিশ জানায়, অভিযানে আসামিদের কাছ থেকে একটি মোবাইল ফোন, ৮৫ ভরি স্বর্ণালঙ্কার, কপারযুক্ত আরও ২৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স এবং একটি স্যামসাং এস২৪ আলট্রা জব্দ করা হয়েছে। এসব উপকরণ প্রতারণার কাজে ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার মাধ্যমে মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

 

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

コメントがありません


News Card Generator