ঢাকা রেঞ্জের পুলিশের নতুন প্রধান ডিআইজি রেজাউল করিম মল্লিকের প্রধান লক্ষ্য হল জনগণের নিরাপত্তা ও সেবাদানে অভিযোগ বা মামলা থাকলে তা মনিটর করা। ডিআইজি বলেছেন, রেঞ্জের প্রতিটি থানা, ফাঁড়ি, সার্কেল অফিস এবং আফিসে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। জনগণের সেবাদানে অভিযোগ বা মামলা থাকলে তা মনিটর করার জন্য একটি দক্ষ টিম গঠন করা হবে। প্রত্যেকটি জিডি, অভিযোগ, মামলা সুনিপুণভাবে মনিটর করা হবে। রেঞ্জের আওতাধীন ৯৮টি থানাতে সিসিটিভি সংবলিত মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। ঢাকা রেঞ্জে সব থানা, ফাঁড়ি, সার্কেল অফিস এবং আফিসে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। ডিআইজি রেজাউল করিম মল্লিক উদ্বোধন সম্প্রদায়ে এ তথ্য জানান।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Ingen kommentarer fundet