close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ উদযাপন হচ্ছে। ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য কর্মসূচি শুরু হবে।..

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আজ তার ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এ বছর এই বিশেষ দিনে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনায় ভরে উঠেছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ সাজিয়ে তুলেছে আলোকসজ্জায়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে পায়রা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ঐতিহাসিক কার্জন হল, উপাচার্য ভবন, কলা ভবন, টিএসসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন আলোকিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দিবস উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।

নিরাপত্তার কারণে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোড সংলগ্ন প্রবেশপথে যান চলাচল বন্ধ থাকবে। জনসাধারণকে বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

আজকের এই দিনটি শুধু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের নয়, বরং ভবিষ্যতের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনেরও প্রতীক। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করবে এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের পথে বিভিন্ন সংকট ও অর্জন পাল্টে এসেছে দেশের শিক্ষাব্যবস্থা ও সমাজ। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী ভবিষ্যতের প্রজন্মকে স্মরণ করিয়ে দিচ্ছে দেশের শিক্ষার মর্যাদা ও দায়িত্ব।

No se encontraron comentarios


News Card Generator