close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪: উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৪ এর ২৯তম আসর আজ (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। তিনি আরও বলেন, "মানুষমাত্রই উদ্যোক্তা, এবং বাণিজ্য মেলা মানুষের উদ্যোগ ও সৃজনশীলতা তুলে ধরার একটি চমৎকার সুযোগ।" তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রফতানিকে আরো সমৃদ্ধ করতে হবে।
১৯৯৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনার কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। ২০২২ সালে প্রথমবারের মতো মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।
Aucun commentaire trouvé