গতকাল দিবাগত রাতে ঢাকা থেকে আমুয়াগামী একটি পালকি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। সৌভাগ্যবশত, গাড়িটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। তবে এই দুর্ঘটনার ফলে কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকা ভোররাত থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
দুর্ঘটনাস্থল ও সময়
দুর্ঘটনাটি ঘটে গতকাল রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে। বটতলা-জোরাপোল সড়কের মাঝামাঝি স্থানে প্রবাসী নান্না মিয়ার বাড়ির সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পালকি পরিবহনটি ঢাকা থেকে পাথরঘাটা যাচ্ছিল বলে জানা গেছে।
যেভাবে ঘটলো দুর্ঘটনা
জানা যায়, দ্রুত গতিতে আসা পালকি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওয়েস্ট জোন পাওয়ার লিং (কাঠালিয়া বিদ্যুৎ অফিসের) এর ১১ কেভি বিদ্যুৎ লাইনের উপর আছড়ে পড়ে। ধাক্কার তীব্রতায় একটি বৈদ্যুতিক খুঁটি সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং বিদ্যুৎ চলমান থাকা সত্ত্বেও ভাগ্যক্রমে বড় কোনো শর্ট-সার্কিট বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। আরও একটি খুঁটি কোনোমতে দাঁড়িয়ে আছে বলে জানা গেছে।
হতাহত ও ক্ষয়ক্ষতি
দুর্ঘটনার সময় গাড়িটিতে কোনো যাত্রী ছিলেন না, ফলে সব যাত্রী অক্ষত রয়েছেন। তবে গুরুতর আহত হয়েছেন ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার। তাঁদের তিনজনকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যুৎ বিপর্যয় ও দুর্ভোগ
এই দুর্ঘটনার জেরে গোটা আমুয়া এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়েছে। ১১ কেভি বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে যাওয়ায় ভোররাত থেকেই বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের কোনো কর্মীকে দেখা যায়নি। এর ফলে স্থানীয় বাসিন্দারা তীব্র দুর্ভোগে পড়েছেন।
পরবর্তী পদক্ষেপ
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা কবলিত যানটিকে সরানোর এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।



















