ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন ‘জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো: মাহফুজ আলম অনিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রওনক মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এক সভায় সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাহফুজ আলম অনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত এবং কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০১৮ সালে জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে জয়পুরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
সাধারণ সম্পাদক রওনক মাহমুদ পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০১৮ সালে ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে এইচএসসি সম্পন্ন করেন।
প্রতিক্রিয়ায় সভাপতি মাহফুজ আলম অনিক বলেন, “জয়পুরহাট থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের আবাসন ও একাডেমিক সহায়তায় আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক রওনক মাহমুদ বলেন, “ঢাবিতে জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের ঐক্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করতে শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম গ্রহণ করা হবে।”
নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার কথা জানানো হয়েছে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সভাপতি মাহফুজ আলম অনিক, সম্পাদক রওনক মাহমুদ..
সভাপতি মাহফুজ আলম অনিক, সম্পাদক রওনক মাহমুদ..
No comments found



















