দেউলীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন..

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
****

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারী) সকালে উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ৯নং দেউলী ইউনিয়ন পরিষদের সদস্য সুজা মিয়া, মেহেদী হাসান খোকন, খলিল মিয়া, মহিলা সংরক্ষিত সদস্য শাপলা বেগম, মিনু বেগম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হেলাল উদ্দিন, দেউলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোজাহারুল ইসলাম দুলা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর এর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, জাহাঙ্গীর আলম একজন জনপ্রিয় ও দায়িত্বশীল জনপ্রতিনিধি। তাঁর ওপর হামলার ঘটনায় দেউলী ইউনিয়নের সাধারণ মানুষ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

Nessun commento trovato


News Card Generator