বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা আদর্শ থানা শাখার অন্তর্গত দেউলী ইউনিয়ন শিবিরের আয়োজনে এক পরামর্শ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা সভাপতি মো. সাইয়্যেদ কুতুব সাব্বির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি সাজেদুর রহমান জুয়েল, জেলা সাহিত্য সম্পাদক রাসেল আহমেদ ও থানা সভাপতি ছাবিদুল ইসলাম ছাব্বির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেউলী ইউনিয়ন শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহিন এবং পরিচালনা করেন ইউনিয়ন শিবিরের সেক্রেটারি তারেক রহমান।
বক্তারা ছাত্র সমাজের নৈতিক, আধ্যাত্মিক ও নেতৃত্বের গুণাবলি বিকাশে শিবিরের ভূমিকা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।



















