দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক ‘মহামায়া’, মিরসরাইয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক নিদর্শন! ..

ফরহাদ হোসেন avatar   
ফরহাদ হোসেন
দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক ‘মহামায়া’, মিরসরাইয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক নিদর্শন! ..

ফরহাদ হোসেন || মিরসরাই, চট্টগ্রাম 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী ইউনিয়নের বুকে গড়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক ‘মহামায়া লেক’, যা এখন পর্যটকদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে। ২০১০ সালে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নির্মিত এই লেকটির আয়তন প্রায় ১১ বর্গকিলোমিটার। পাহাড়ঘেরা এই লেক একদিকে যেমন পানি সংরক্ষণের কাজ করছে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও দারুণ প্রভাব ফেলছে।

লেকটির আশেপাশের সবুজ পাহাড়, ঝর্ণা, ও নির্মল বাতাস পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। এখানে কায়াকিং, নৌকা ভ্রমণ ও পাহাড়ি ট্রেইলিংয়ের সুযোগ থাকায় প্রকৃতি প্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে জায়গাটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহামায়া লেক শুধু একটি পানি সংরক্ষণের প্রকল্প নয়, এটি এখন এলাকার মানুষের জীবিকার উৎস ও পর্যটন শিল্পের সম্ভাবনাময় কেন্দ্র। বিশেষ করে ঈদ ও সরকারি ছুটির দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠে গোটা এলাকা।

প্রকৃতি ও পর্যটনপ্রেমীদের জন্য মহামায়া লেক হয়ে উঠেছে একটি পরিপূর্ণ গন্তব্য। সুষ্ঠু ব্যবস্থাপনা ও পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন হলে, এটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে।

Inga kommentarer hittades