close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দেশের বিভিন্ন জেলায় মৃদু ও তীব্র তাপপ্রবাহ

RAFIQUL ISLAM avatar   
RAFIQUL ISLAM
যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।আবহাওয়ার অধিদফতরের আজ শনিবার ২৯ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।..

যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজার, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে।

 

আবহাওয়ার অধিদফতরের আজ শনিবার ২৯ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

 

যা এ বছরের রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।  

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

לא נמצאו הערות


News Card Generator