close
লাইক দিন পয়েন্ট জিতুন!
ছাত্র জনতার গনঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলায় শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শুরু হয় শহীদি মার্চ।
বরিশাল
বরিশালে শহীদি মার্চ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা সাড়ে ১২ টায় বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ থেকে শহীদ মার্চ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে বিএম কলেজ শিক্ষার্থীদের সাথে বরিশাল সরকারী হাতেম আলী, পলিটেকনিক ইনষ্টিটিউট, সরকারি বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মিছিলটি বিএম কলেজ জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর নথুল্লাবাদ হয়ে চৌমাথা, বটতলা, পুলিশ লাইন্স রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
রাঙ্গামাটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্বরণে রাঙ্গামাটিতে শহীদি মার্চ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা থেকে শহীদি মার্চ শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সরকারী কলেজে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত শিক্ষার্থীরা আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালনসহ নিহতদের স্মরণে স্মৃতিচারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটির সমন্বয়ক মো: সাইফুল ইসলামসহ অন্যরা।
চুয়াডাঙ্গা
গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ পালন করেছে। আজ বেলা ১২ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে একইস্থানে এসে শেষ হয়। এ সময় ছাত্ররা বিভিন্ন প্লাকার্ড হাতে শ্লোগান দেয়। শহীদি মার্চে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সমন্বয়ক রনি বিশ্বাস, সজীব আহমেদ, তামান্না বিশ্বাস প্রমুখ।
কোন মন্তব্য পাওয়া যায়নি



















