জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-৩ আসনের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে আট দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি দৃঢ়ভাবে দাবি করেন যে, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নেই, বরং সমস্যা হলো দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের চরম অভাব।
এই বর্ষীয়ান নেতা বিগত দিনের ক্ষমতা কাঠামোর দিকে ইঙ্গিত করে বলেন, "বিগত ৫৪ বছরের ক্ষমতা দেখেছি, ক্ষমতায় গিয়ে তারা দুর্নীতির পাহাড় গড়েছে।" তিনি সরাসরি অভিযোগ করেন যে, শুধুমাত্র গত সাড়ে ১৫ বছরেই লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করা হয়েছে। তার মতে, দেশে সম্পদ ছিল বলেই তা পাচার করা সম্ভব হয়েছে, যা সম্পদের অভাব নয়, বরং নেতৃত্বের নৈতিক দুর্বলতাকেই প্রমাণ করে।
আজহারুল ইসলাম পরিবর্তনকামী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা দেশে বাস্তবিক পরিবর্তন চান এবং দেশকে আগের ধারায় ফিরতে দিতে চান না, তাদের এমন ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে যারা ক্ষমতায় গিয়ে দেশকে নতুনভাবে পরিচালনা করবেন। তার বিশ্লেষণ অনুযায়ী, দুর্নীতিই বাংলাদেশের মূল সমস্যা এবং এর সমাধান না হলে দেশের অগ্রগতি সম্ভব নয়।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি সৎ নেতৃত্ব রাষ্ট্রে কায়েম হয় এবং বাংলাদেশ মাত্র ৩ থেকে ৫ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হতে পারে, তবে তা সিঙ্গাপুরের চেয়েও উন্নত বাংলাদেশ হতে পারবে। তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনকে (২৪-এর ৫ আগস্টের পর) 'দ্বিতীয় স্বাধীনতা' হিসেবে আখ্যায়িত করেন, যা শুধু দুঃশাসন থেকে মুক্তি নয়, আধিপত্যবাদের হাত থেকেও দেশকে মুক্ত করেছে।
আগামী নির্বাচনকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' আখ্যা দিয়ে জামায়াতের এই নেতা জানান, সারা দেশে আট দলের পক্ষে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং তিনি বিশ্বাস করেন জনগণ ইসলাম ও দেশপ্রেমিক শক্তিকে বেছে নেবে। তিনি রংপুরের সন্তান হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে মুক্ত করার দাবি জানানোর মধ্য দিয়ে তার বক্তব্য শেষ করেন।



















