দেশে পৌঁছালো ৪৬৮ টন আমদানি করা আলু, বাজার নিয়ন্ত্রণে নেওয়া হলো কার্যকরী পদক্ষেপ!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দেশের উর্ধ্বমুখী আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি করা হলো ৪৬৮ টন আলু। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মালবাহী ট্রেনে করে ভারতের মেসার্স আতিফ এক্স
দেশের উর্ধ্বমুখী আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি করা হলো ৪৬৮ টন আলু। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মালবাহী ট্রেনে করে ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে এই বিশাল চালানটি বেনাপোল রেলস্টেশনে এসে পৌঁছায়। এই আমদানির জন্য দায়িত্বে রয়েছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানায়, পণ্য চালানটি আগামী শনিবার (১৪ ডিসেম্বর) বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া থেকে আনলোড করা হবে। আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি জানিয়েছেন, "ট্রেনের একটি রেক-এ ৪৬৮ টন আলু এসেছে, যা নয় হাজার ৪৬০ ব্যাগে প্যাকেজ করা। কাগজপত্র শনিবার বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়ার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। এরপরে কাস্টমস এবং রেলস্টেশনের কার্যক্রম সম্পন্ন করে পণ্যগুলো বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আনলোড করা হবে। সেখান থেকে আলুগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হবে।" এই আলু রফতানি করেছে ভারতের মালদা জেলার আতিফ এক্সপোর্ট। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, "টাটা ট্রেডার্স নামে আমদানিকারক প্রতিষ্ঠানটি চাহিদার কারণে আলু আমদানি করেছে। এর মাধ্যমে দেশের বাজারে আলুর সংকট এবং দাম বাড়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।" উল্লেখ্য, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই উদ্যোগ গ্রহণ করেছে। চাহিদা অনুযায়ী আলুগুলো দেশের বিভিন্ন এলাকায় পৌঁছালে সরবরাহ বাড়বে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের মত। দেশের আলুর বাজারকে স্থিতিশীল রাখতে এই আমদানির পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়মিতভাবে এমন উদ্যোগ নেওয়া হলে বাজারের চাহিদা ও মূল্যবৃদ্ধি দুটিই সামলানো সম্ভব হবে।
কোন মন্তব্য পাওয়া যায়নি