close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দেশ সংস্কারে সাংবাদিকরা হবেন প্রধান সহযোদ্ধা - অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।..

ছাইম ইবনে আব্বাস, সিলেট।  avatar   
ছাইম ইবনে আব্বাস, সিলেট।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।..

বুধবার বিকেলে গোলাপগঞ্জ পৌরসদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের খোলামেলা মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন।এমরান আহমদ চৌধুরী বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজ ও রাষ্ট্র সংস্কারে তাদের ভূমিকা অনস্বীকার্য। বিএনপি বিশ্বাস করে, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সাংবাদিকরা অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। তিনি বলেন, “সাংবাদিকদের একটি ছবি কিংবা একটি শক্তিশালী বাক্য সমাজের অন্ধকার দিক উন্মোচন করতে পারে।”

নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে তিনি বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেই তার বেড়ে ওঠা এবং এখানকার মানুষই তার প্রকৃত অভিভাবক। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নানা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। দলের আস্থার ফল হিসেবেই আসন্ন নির্বাচনে সিলেট-৬ আসনে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের স্বার্থে ভুল হলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “আমি নির্বাচিত হলে এমপি নয়, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আমার কাজের সমালোচনা ও প্রশ্ন করার অধিকার আপনাদের থাকবে।”
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Walang nakitang komento


News Card Generator