বৃহস্পতিবার (২২ মে) সকালে জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখি ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে নিজ এলাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হাকিমপুর মহিলা কলেজের হলরুমে কর্মীসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছে, ভালোবেসে এদেশের মানুষ দায়িত্ব দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টিকে না। অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। বিএনপিকে নিয়ে কটাক্ষ করবেন আর দেশপ্রেমিক মানুষ চুপচাপ বসে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকালে তিনি কর্মীসভা স্থলে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মীরা। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব কাকে দেবে। কোনো অবস্থাতেই হঠকারী কোনো চিন্তা ..
لم يتم العثور على تعليقات



















