close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দেবহাটার জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন।
 
জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে তার বাড়ির সামনে একটি সাদা খামে রাখা হুমকিসূচক চিরকুট ফেলে রেখে যায় এক অজ্ঞাত ব্যক্তি। চিরকুটে লেখা ছিল: “জলবায়ু নিয়ে লেখালেখি বন্ধ করো। না করলে মৃত্যুর চেয়েও ভয়ংকর পরিণতি হবে।”
 
ডা. রোকনুজ্জামান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের DVM প্রোগ্রামের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি Amnesty International, EarthDay.Org ও Red Crescent Society–এর সক্রিয় সদস্য এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি তিনি থাইল্যান্ডের Maha Sarakham University-এর আমন্ত্রণে একাডেমিক সফর শেষে দেশে ফেরেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক Daily Sun-এ তার লেখা "Climate Change and Biodiversity: A Growing Global Concern" শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে শিল্পায়ন, পরিবেশ ধ্বংস এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে সরাসরি কথা বলায় তিনি ধারাবাহিকভাবে হুমকির শিকার হয়ে আসছেন—ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডাকযোগে।
 
ডা. রোকনুজ্জামানের বড় ভাই সরদার হাসান ইলিয়াস তানিম একজন মানবাধিকারকর্মী ও সাংবাদিক, যিনি ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। ওই ঘটনার মামলা ২০২৪ সালের ডিসেম্বর এ মামলা  দায়ের করেন, যেখানে রাবির সাবেক প্রোভিসি ও ছাত্রলীগের প্রভাবশালী  ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এ মামলার পরপরই পরিবারটি নতুন করে হুমকি পেতে থাকে।
তানিম ২০২৩ সালে শেখ হাসিনার শাসনামলে একটি  প্রভাবশালী গ্রুপ ও বিশেষ গোয়েন্দা সংস্থার রোষানলে পড়ে দেশ ত্যাগে বাধ্য হন। 
 
এর আগে ২০১৩ সালে রোকনুজ্জামানের আরেক ভাই মাসুম বিল্লাহ ‘ক্রসফায়ারের’ শিকার হন এবং ২০২৪ সালে 'জুলাই বিপ্লব'-এর সময় রোকনুজ্জামানকেও যৌথ বাহিনী গ্রেপ্তার করে।
 
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। ডায়েরির ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
 
No comments found