close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দ্বিতীয়বারের মতো ন্যাশনস লিগ জিতলো পর্তুগাল

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
রোমাঞ্চ, টান টান উত্তেজনায় ঘেরা ফাইনাল ম্যাচটি ২-২ গোলে সমতায় থেকে গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। তারপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।..

সেই ট্রাইবেকারে ৫-৩ গোলে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা ন্যাশনস লিগ শিরোপা জিতলো পর্তুগাল। ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম আসরেও শিরোপা হাতে নেয় পর্তুগিজরা।

ম্যাচের ২১ মিনিটে মার্তিন জুবিমেন্দির গোলে এগিয়ে যায় স্পেন। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৫ মিনিট পরই নুনো মেন্দেজের গোলে ম্যাচে ফেরে পর্তুগাল। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও এগিয়ে যায় স্পেন—পেদ্রির মাঝমাঠ থেকে বাড়ানো নিখুঁত পাস কাজে লাগিয়ে গোল করেন মিকেল ওইয়ারসাবাল।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে আবারও সমতায় ফেরে পর্তুগাল। বাঁ দিক দিয়ে দারুণ এক দৌড়ে স্প্যানিশ রক্ষণকে চাপে ফেলেন নুনো মেন্দেজ। তাঁর ক্রসটি স্প্যানিশ ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে চলে যায় ওঁত পেতে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। হেড দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি সিআরসেভেন। এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর ১৩৮তম গোল। যদিও ৮৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকার পর খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে পর্তুগালের হয়ে গোল করেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিনটি শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। তবে আলভারো মোরাতার নেওয়া চতুর্থ শটটি ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তা। শেষ শটে নেভেস গোল করতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়।

২০২৩ সালের মার্চ থেকে টানা অপরাজিত থাকা স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ৫–৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল। ইউরো চ্যাম্পিয়ন লুইস দে লা ফুয়েন্তের দল ২১তম মিনিটে গোল করে ট্রফির সম্ভাবনা জাগালেও, পর্তুগালের দুর্দান্ত প্রত্যাবর্তনের কাছে হার মানে তারা।

ম্যাচের আগে ‘পুরোনো বনাম নতুনের দ্বৈরথ’ হিসেবে বিবেচিত হয়েছিল এই লড়াই। একদিকে ৪০ বছর বয়সী পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো, অন্যদিকে স্পেনের ১৬ বছর বয়সী কিশোর বিস্ময় লামিনে ইয়ামাল। তবে ম্যাচে সুবিধা করতে পারেননি ইয়ামাল, বরং অভিজ্ঞতার জয় এনে দেন রোনালদো।

ম্যাচসেরা নির্বাচিত হন পর্তুগালের ফুলব্যাক নুনো মেন্দেজ। তাঁর গোল, অ্যাসিস্ট এবং পুরো ম্যাচজুড়ে পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তিনি।

শেষ পর্যন্ত, টাইব্রেকারে পাঁচটি সফল পেনাল্টি শটের পর ট্রফি আবারও উঠল ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। বয়স বাড়লেও, খেলা দেখিয়ে দিল—রোনালদো এখনো পর্তুগালের অবিচ্ছেদ্য নাম।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator