close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দ্বিতীয় স্ত্রী শাহানারা স্বামীর অত্যাচার থেকে বাঁচতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
দ্বিতীয় স্ত্রী শাহানারা খাতুন স্বামী শহিদুলের শারীরিক ও মানসিক অত্যাচার এবং তার অন্যায় আবদার এর হাত থেকে রক্ষা পেতে  শনিবার(১৬ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন ক..

দ্বিতীয় স্ত্রী শাহানারা স্বামীর অত্যাচার থেকে বাঁচতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ দ্বিতীয় স্ত্রী শাহানারা খাতুন স্বামী শহিদুলের শারীরিক ও মানসিক অত্যাচার এবং তার অন্যায় আবদার এর হাত থেকে রক্ষা পেতে  শনিবার(১৬ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। । উপজেলার হাওলভাঙ্গি গ্রামের মৃত আনোয়ার হোসেনের কন্যা শাহানারা খাতুন।  
 
 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানারা জানান,   প্রথমে হাওলভাঙ্গি গ্রামের আজিবর রহমানের সাথে তার বিবাহ হয়।  ৫টি কন্যা সন্তানের মাতা তিনি। ছোট মেয়ের বয়স ৪ বছর থাকাকালিন সময়ে তার স্বামী মারা যায়। স্বামী থাকা কালিন  সময়ে একই এলাকার মৃত শমসের গাইনের ছেলে শহিদুল ইসলাম বর্তমানে যিনি ইউপি সদস্য তাদের বাড়ীতে যাতায়াত করত।  সেসুবাদে  স্বামী মারা যাওয়ার পর ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারী ইসলামী শরিয়াত মোতাবেক তার সাথে বিবাহ হয়। সে তার ভরণপোষণ দিত।   কিন্ত বর্তমানে ভরণপোষণ বাবদ  কোন অর্থ না দিয়ে মারপিট করেন। শাহানারা আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় এম.এল. এস পদে চাকুরী করেন।  মাদ্রাসায় আসা যাওয়ার পথে তাকে মারপিট করেন তার স্বামীর লোকজন। শাহানার বলেন বিভিন্ন সময়ে তার বর্তমান স্বামী বাড়ীতে লোকজন এনে অনৈতিক কাজ করার চাপ দেন, ভয়ভীতি দেখান, অন্যায় কাজ করার চাপ দেন। তার স্বামীর আরও ৩টি বিবাহ রয়েছে। স্বামী শহিদুল তার নামে মিথ্যা মামলাও দিয়েছেন বলে লিখিত বক্তব্যে জানান।  
 তার নির্যাতনের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা  করেছেন।        
 
ছবি- শ্যামনগরে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে দ্বিতীয় স্ত্রী শাহানারার সংবাদ সম্মেলন।  

 

کوئی تبصرہ نہیں ملا