close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ডাকসু নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে বরগুনা সরকারি কলেজে ছাত্রদলের মানববন্ধন..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি,বরগুনা।।

 

 

ডাকসু নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে বরগুনা সরকারি কলেজে ছাত্রদলের মানববন্ধন ডাকসু নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে বরগুনা সরকারি কলেজে ছাত্রদলের মানববন্ধন

বরগুনা জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও তার প্রতিনিধিদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছিলেন, এ ঘটনায় দল থেকে বহিষ্কারের পরেও এর প্রতিবাদ জানায় বরগুনা কলেজ শাখা ছাত্রদল। তারা আজ মঙ্গলবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিরয়েছে।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা তীব্র নিন্দা জানান। শিক্ষার্থীরা বলেন, এ ধরনের মন্তব্যে শিক্ষাঙ্গন ও ছাত্রসংগঠনগুলোর সম্মানহানি হচ্ছে এবং এটি গণমানুষের ভাবমূর্তির বিরুদ্ধে। বক্তরা বলেন, শামিম আহসান যে অবমাননাকর বক্তব্য দিয়েছে তাতে গোটা বাংলাদেশের শিক্ষাঙ্গনের ভাবমূর্তি নস্ট করেছে। আমরা জানতে পেলাম তাকে জামায়াত থেকে বহিস্কার করেছে। বহিস্কার করলে হবে না। জনসমক্ষে তার নি:শর্ত ক্ষমা চাইতে হবে।

コメントがありません


News Card Generator