close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দাখিল পরীক্ষা ২০২৫-এর সংশোধিত রুটিন প্রকাশিত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দাখিল পরীক্ষা ২০২৫-এর সময়সূচি সংশোধন করে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত হয়েছে বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ।..

দাখিল পরীক্ষা ২০২৫-এর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন রুটিন অনুযায়ী, বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে ২১ এপ্রিল, যা পূর্বনির্ধারিত ছিল ২০ এপ্রিল। উচ্চতর গণিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মে, যা পূর্বে ১৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাশাপাশি, ব্যবহারিক পরীক্ষার তারিখেও পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা সংশোধিত রুটিন প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা ২০ মের মধ্যে সম্পন্ন করতে হবে।

এর আগে, গত ১৬ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছিল, ১৩ এপ্রিল নির্ধারিত আরবি প্রথম পত্র পরীক্ষা পরিবর্তন করে ১৩ মে নেওয়া হবে। এবার বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখও পরিবর্তন করা হলো।

আগামী ১০ এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সঙ্গে একযোগে দাখিল পরীক্ষাও শুরু হবে। প্রথম দিন কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবারের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পাশাপাশি, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

নতুন রুটিন অনুযায়ী, বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিত পরীক্ষার পরিবর্তন ছাড়া অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator