close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দাবি মোদের একটাই ঝিনাইদহে রেলপথ চাই।

Borhan Kabir avatar   
Borhan Kabir
আজ সোমবার সকালে ১০ ঘটিকায় শহরের সর্বস্তরের জনগণকে নিয়ে রেল পথ সেবা বাস্তবায়নের জন্য মানববন্ধন গণ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।..

ঝিনাইদহ জেলা শহরের উপর দিয়ে রেললাইন স্থাপন ও রেলপথ বাস্তবায়ন উদ্যোগ পালনের জন্য শহরের পায়রা চত্বর মোড়ে, আজ সোমবার সকাল ১০ ঘটিকায়, মানববন্দন ও গণস্বাক্ষর অনুষ্টিত হয়, এতে উপস্হিত ছিলেন শহরের পৌর অন্ধলের সূধিজনগন। তাদের দীর্ঘদিনের চাওয়া যে, ঝিনাইদহ জেলা শহরের সাথে রেলপথে  ঢাকা ও দেশের বিভিন্ন অন্ধলের যাত্রিসেবা ও মালামাল যাতাযাতের সেবা নিশ্চিত করা।

এক সময় ঝিনাইদহ টু যশোর রেলপথ ছিলো,কালের বিবর্তনে তা হারিয়ে যায়। বর্তমানে ঝিনাইদহ জেলায় ২ টি আন্তনগর  স্টেশন আছে, যা কালিগন্জ উপজেলায়, মোবারকগঞ্জ রেলস্টেশন ও কোটচাঁদপুর রেল স্টেশন, স্টেশন দুটি জেলা সদর থেকে দূরত্ব অনেক বেশি । ঝিনাইদহ শহরবাসিদের দীর্ঘদিনের চাওয়া শহরের উপর দিয়ে রেল সেবা চালু করা হোক, এটাই তাদের অপরিহার্য দাবি।

Nema komentara


News Card Generator