ঝিনাইদহ জেলা শহরের উপর দিয়ে রেললাইন স্থাপন ও রেলপথ বাস্তবায়ন উদ্যোগ পালনের জন্য শহরের পায়রা চত্বর মোড়ে, আজ সোমবার সকাল ১০ ঘটিকায়, মানববন্দন ও গণস্বাক্ষর অনুষ্টিত হয়, এতে উপস্হিত ছিলেন শহরের পৌর অন্ধলের সূধিজনগন। তাদের দীর্ঘদিনের চাওয়া যে, ঝিনাইদহ জেলা শহরের সাথে রেলপথে ঢাকা ও দেশের বিভিন্ন অন্ধলের যাত্রিসেবা ও মালামাল যাতাযাতের সেবা নিশ্চিত করা।
এক সময় ঝিনাইদহ টু যশোর রেলপথ ছিলো,কালের বিবর্তনে তা হারিয়ে যায়। বর্তমানে ঝিনাইদহ জেলায় ২ টি আন্তনগর স্টেশন আছে, যা কালিগন্জ উপজেলায়, মোবারকগঞ্জ রেলস্টেশন ও কোটচাঁদপুর রেল স্টেশন, স্টেশন দুটি জেলা সদর থেকে দূরত্ব অনেক বেশি । ঝিনাইদহ শহরবাসিদের দীর্ঘদিনের চাওয়া শহরের উপর দিয়ে রেল সেবা চালু করা হোক, এটাই তাদের অপরিহার্য দাবি।