close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চুলকাটিতে বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মো: জাকির হোসেনের নির্বাচনী জনসভা..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
****

প্রতিনিধি প্রতিনিধি
বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মো: শেখ জাকির হোসেনের নির্বাচনী জনসভা ও প্রচারণা সভা শুরু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় চুলকাটি প্রেসক্লাব চত্বরে ধানের শীষ প্রতীক জনসভায় অংশ নেন। ৮নং খানপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সভাপতি খান হাফিজুর রহমানের সভাপতিত্বে ও খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: বাবুল ফকিরের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, সাবেক জেলা জজ আদালতের বিচারক শেখ জালাল উদ্দিন, জেলা যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সুজা উদ্দিন সুজন, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, এ্যাডভোকেট এপিপি মো: মনিরুজ্জামান মনি, সদর থানার সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, খানপুর ইউনিয়ন যুবদল নেতা খান মোহাম্মাদ আলী প্রমূখ। উক্ত জনসভায় প্রধান অথিতি সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মো: শেখ জাকির হোসেন বলেন, বাগেরহাট-২ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিলো। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দিব, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট চান  ও শান্তিপূর্ণ গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও জনসভা অব্যাহত থাকবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করা হবে। সভায় খানপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।##

לא נמצאו הערות


News Card Generator