চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশে যোগ দিতে বিশাল বহর নিয়ে রওনা দিয়েছে কুতুবদিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১০ মে ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীর দিকনির্দেশনায় এই বহর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।
জানা গেছে, কুতুবদিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টোর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশ নিতে রওনা হন। বহরে ছিল উৎসাহ-উদ্দীপনায় ভরপুর স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি।
চট্টগ্রাম বিভাগীয় এই সমাবেশকে কেন্দ্র করে কুতুবদিয়াসহ পুরো কক্সবাজার জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল পর্যায় থেকে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে দলীয় সংগঠনের শক্তি ও ঐক্যের প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতারা।