close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
চট্টগ্রামে শিক্ষার্থীদের হাতে আসছে নতুন বই: প্রাথমিকের ২৪% বই পৌঁছালেও মাধ্যমিকের বই এখনো আসেনি
চলতি বছরের শেষ প্রান্তে এসে চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য বইয়ের আগমন শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হওয়ার অপেক্ষায় রয়েছে ২৬ লাখেরও বেশি শিক্ষার্থী। তবে, চট্টগ্রামে প্রাথমিকের ২৪ শতাংশ বই এসে পৌঁছালেও মাধ্যমিক পর্যায়ের বই এখনও পৌঁছায়নি। এর ফলে নতুন শিক্ষাবর্ষে বই পেতে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য অনুযায়ী, পাঠ্যপুস্তক ছাপানোর কার্যক্রম দেরিতে শুরু হওয়ায় বইয়ের সরবরাহে বিলম্ব হয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে কার্যক্রমে বেশ কিছু বিলম্ব ঘটে, যার ফলস্বরূপ মাধ্যমিকের বই এখনও চট্টগ্রামে পৌঁছায়নি। চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ২৪ শতাংশ বই বিতরণের প্রস্তুতি সম্পন্ন হলেও, মাধ্যমিকের বই এখনও উপজেলা পর্যায়ে পৌঁছায়নি।
এদিকে, প্রাথমিক পর্যায়ে ২৪ শতাংশ বই আসায় শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া শুরু হয়েছে। ৪ হাজার ৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০ লাখ শিক্ষার্থী নতুন বই পাবে। যদিও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের আগমন এখনও অধরা। তবে, জেলা শিক্ষা কর্মকর্তারা আশা করছেন জানুয়ারির ১ তারিখের মধ্যে কিছু বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।
এ বছর চট্টগ্রামে ৪৪ লাখ ১৮ হাজার নতুন বইয়ের চাহিদা রয়েছে, যার মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে মাতৃভাষায় লেখা বইয়েরও ব্যবস্থা করা হয়েছে। আশা করা যাচ্ছে, বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কিছু বই পৌঁছানো সম্ভব হবে।
لم يتم العثور على تعليقات



















