close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চট্টগ্রামে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৩১টি চোরাই স্মার্টফোনসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার..

মাজহারুল রানা avatar   
মাজহারুল রানা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর ও দক্ষিণ) একটি বিশেষ অভিযানে অনুমানিক ৬ লাখ ২০ হাজার টাকার মূল্যের ৩১টি চোরাই স্মার্টফোনসহ একটি চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় চক্রের সক..

 

ডিবি টিম-০১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে খুলশী থানার পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে SAMSUNG, Redmi, Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus, VNUS, Symphony, Google ও Benco ব্র্যান্ডের মোট ৩১টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়।

অভিযানে চক্রের সদস্য কে এম মেহেদী হাসান (৩৫), পিতা- কে এম আলমগীর, সাং- দিগনগর, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, কে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মেহেদী দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ইতোমধ্যেই খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সিএমপি’র গোয়েন্দা বিভাগ জানায়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে চোরাই পণ্যের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

No comments found


News Card Generator