close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চট্টগ্রামে হামলার দায় নেবে না শিবির, দোষীদের শাস্তির দাবি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগবিরোধী মঞ্চের মধ্যে সংঘর্ষ এবং এক নারী কর্মীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্রশিবির। একই সঙ্গে এ ঘটনায় ছাত্রশ..

বৃহস্পতিবার (২৯ মে) মহানগর উত্তর শাখার সভাপতি তানজীর হোসেন জুয়েল ও সেক্রেটারি মুমিনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর যে অপচেষ্টা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, নিন্দনীয় ও দুঃখজনক। ভিডিও ফুটেজে হামলাকারী যে ব্যক্তিকে ছাত্রশিবিরকর্মী বলা হচ্ছে, তিনি বর্তমানে সংগঠনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

নেতারা বলেন, যে ব্যক্তি হামলার সঙ্গে জড়িত, তিনি ইতোপূর্বে ছাত্রশিবিরের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত নন। তার ব্যক্তিগত আচরণের দায়ভার ছাত্রশিবির নেবে না। একজন আদর্শবাদী ও শান্তিপূর্ণ ছাত্রসংগঠন হিসেবে আমরা সবসময় নারীর সম্মান ও অধিকার রক্ষায় সচেষ্ট। নারীর প্রতি সহিংস মনোভাব আমাদের নীতিমালার পরিপন্থি।

বিবৃতিতে তারা আরও বলেন, আমরা চাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ছাত্রশিবিরকে বারবার লক্ষ্যবস্তু করা মোটেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগী নারীকে আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট মহলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা মানববন্ধনে হামলা চালায় শাহবাগবিরোধী ঐক্য। এতে অন্তত ১৫-১৮ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছে ছাত্রজোট। একজন নারীকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এরপর অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্ত করা গেছে। আকাশ চৌধুরী নামে ওই যুবক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। একসময় শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি জামায়াতের কোনো পদে নেই হলে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা। যদিও আকাশ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে আকাশ চৌধুরীর বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল।

বুধবার হামলায় গুরুতর আহত তিনজন হলেন—সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস সিকু এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চসিক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Nema komentara