চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে পড়েছে ব্যাটারিচালিত একটি অটোরিকশা। এ ঘটনায় লাফ দিয়ে চালক প্রাণে বাঁচলেও খালে পড়ে যান দুজন যাত্রী।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে হালিশহর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন। তবে, এ ঘটনায় কারও নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া। তিনি সিভয়েস২৪-কে বলেন, ’অতিরিক্ত গতিতে চলছিল অটোরিকশাটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডানে সরে গিয়ে পাশের খালে পড়ে যায়। চালক তাৎক্ষণিকভাবে লাফিয়ে রক্ষা পেলেও যাত্রীসহ অটোরিকশাটি খালে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়। এখন পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।’
এর আগে, গত ১৮ এপ্রিল চকবাজারের কাপাসগোলা এলাকার হিজরা খালে ব্যাটারিচালিত রিকশা উল্টে খালে পড়ার ঘটনা ঘটে। এতে ছয়মাসের শিশু সেহরিশ খালের পানিতে তলিয়ে যায়। ১৪ ঘন্টা পর শিশুটির লাশ উদ্ধার করা হয়।