close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চট্টগ্রাম  মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাকিব চৌধুরী চট্টগ্রাম avatar   
সাকিব চৌধুরী চট্টগ্রাম
সাকিব চৌধুরী চট্টগ্রাম

 

 মিরসরাইয়ে আলা উদ্দিন (৫৫) নামে এক নেতা ও ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) ভোরে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও ওই এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে। একইদিন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম মামুন জানান, গ্রেফতারকৃত আলা উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা (নং ৫) ছিল। বৃহস্পতিবার তার এলাকা থেকে গ্রেফতার করে একইদিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Комментариев нет