দৈনিক রূপসী বাংলা’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক আলোকিত চৌদ্দগ্রাম এর নির্বাহী সম্পাদক মো. এমরান হোসেন বাপ্পিকে সভাপতি, এনটিভি ও দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক সকালের সময় ও ভোরের সূর্যোদয়ের চৌদ্দগ্রাম প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমনকে সাংগঠনিক সম্পাদক করে ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ এর চৌদ্দগ্রাম উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলার একটি হলরুমে আয়োজিত সংগঠনের এক সাধারণ সভায় ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক শাহজাদা এমরান এ কমিটি অনুমোদন করেন। ঘোষিত এ কমিটি আগামী দুই বছর (২০২৭ সালের ১০ অক্টোবর পর্যন্ত) তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানান সভায় উপস্থিত কুমিল্লা জেলা নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি দৈনিক কুমিল্লার জমিন ও কালের কন্ঠের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. আবুল বাশার রানা, এশিয়ান টিভি’র কামাল হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় টিভি’র মো. মনির উল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকালের মো. মোতালেব হোসেন, প্রচার সম্পাদক দৈনিক সকালের শিরোনামের কাজী সেলিম, দফতর সম্পাদক দৈনিক আমার বার্তার মো. আবদুর রব লাভলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক বাংলার আলোড়নের মোহাম্মদ সাইদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক স্বাধীন ভোরের আবদুর রব খন্দকার সবুজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক একুশে সংবাদের মো. মাছুম, কার্যনির্বাহী সদসআনন্দ টিভি’র মিজানুর রহমান মিনু, দৈনিক প্রতিদিনের সংবাদের গোলাম রসুল ও জাতীয় সাপ্তাহিক আজকের অনুসন্ধানের মো. ইয়াছিন ভূঁইয়া। এছাড়াও সভায় চৌদ্দগ্রামে কর্মরত আরও ১৫জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সদস্য মনোনীত করা হয়েছে। মনোনীতরা হলেন: সাংবাদিক মো. আবুল কাশেম মন্ডল, মো. শাহজালাল উজ্জ্বল, মো. ইউছুফ ভূঁইয়া, আশিকুর রহমান মজুমদার, এনামুল হক নোমান, সাকিবুল হাসান মিয়াজী, ইউনুস হাসান সজীব, মো. শাহাদাৎ মাহমুদ, রহিম উদ্দীন মজুমদার সোহেল, মো. সাইফ উদ্দীন, মো. মাশরাফি মাহিন, মো. আবদুল হক, মো. নাজির আলম, অভি খাঁন প্রমুখ।
Tidak ada komentar yang ditemukan



















