আমাদের সমাজে অনেক পরিশ্রমী রিকশাচালক, ভ্যানচালক কিংবা অটোচালক রাতের আঁধারে জীবিকা নির্বাহ করতে বাধ্য হন। তাই তারা যানবাহনে চাইনিজ হেডলাইট কিংবা উজ্জ্বল আলো লাগান, যাতে রাস্তায় চলতে সুবিধা হয়। এতে তাদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত — কারণ তারা সংগ্রামী।
কিন্তু একটি দিক সবারই খেয়াল রাখা দরকার — এই আলো অনেক সময় এত উজ্জ্বল এবং এমনভাবে সেট করা থাকে যে, তা সোজা পথচারী, সাইকেল আরোহী, মোটরসাইকেল চালক বা অন্যান্য যানবাহনের চালকদের চোখে লাগে। এতে সৃষ্টি হয় দুর্ঘটনার আশঙ্কা। আমি নিজেই একদিন একটি শক্তিশালী আলোয় চোখ ধাঁধিয়ে গিয়ে মোটরসাইকেল নিয়ে নাগরপুর চৌধুরী বাড়ির পুকুরে পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম।
আলো থাকা দরকার, কিন্তু সেটি যেন নিচু করে, সঠিক কোণ বরাবর সেট করা হয় — যাতে নিজের পথ দেখা যায়, কিন্তু অন্যের চোখে না লাগে।
আসুন, সচেতন হই। আলো আমাদের পথ দেখাক অন্যের চোখ ধাঁধিয়ে না দিক।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			