চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে , রাশেদ প্রধান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জুলাই সনদ প্রকাশে বিলম্ব নিয়ে ক্ষোভ ঝাড়লেন জাগপার রাশেদ প্রধান। ফ্যাসিবাদের পতনের পরও সনদ না এলে শহীদের রক্ত ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।..

চলতি জুলাই মাসেই 'জুলাই সনদ' প্রকাশের আহ্বান জানিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

১ জুলাই মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে ‘জুলাই শহীদদের’ স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "জুলাই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পার হলেও এখনো আমরা 'জুলাই সনদ' দেখতে পাইনি। এর দায় কার?"

তিনি আরও বলেন, বারবার সময় ঘোষণা করেও অন্তর্বর্তী সরকার সনদ প্রকাশে ব্যর্থ। রাজনৈতিক দলগুলো ঐক্য গড়তে পারছে না। এ অবস্থায় শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে। আমরা এটা হতে দিতে পারি না। জুলাই সনদই হবে আগামীর বাংলাদেশের রূপরেখা।

রাশেদ প্রধান কটাক্ষ করে বলেন, "যদি আমরা এত বড় একটি গণঅভ্যুত্থানের পরও একটি ঘোষণাপত্র প্রকাশে ব্যর্থ হই, তবে ভবিষ্যতে ইতিহাস জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত করবে।"

রাশেদ প্রধান আরও বলেন, "হাজারো শহীদের রক্ত দিয়ে অর্জিত এই আন্দোলনের দাবি বাস্তবায়নে ব্যর্থতা মানেই ইতিহাসের প্রতি অন্যায়। শহীদ ও আহতদের তালিকা এখনো প্রকাশ হয়নি। বিচার হয়নি শেখ হাসিনা ও তার দোসরদের।"

তিনি অভিযোগ করেন, "সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করা হলেও সেই দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যর্থ হচ্ছি।"

এ সময় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "এই জুলাই মাসের মধ্যেই সনদ প্রকাশ করতেই হবে। অন্যথায় জনগণের ধৈর্য ভেঙে যাবে।"

দোয়া মাহফিলপূর্ব আলোচনায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ভিপি মুজিবুর রহমান, মহিদুর রহমান বাবলা, মো. হেলাল উদ্দিন, শ্যামল চন্দ্র সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা সবাই এক কণ্ঠে বলেন, "জুলাই সনদ হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার দলিল।"

সভাপতির বক্তব্যে রাশেদ প্রধান বলেন, "রাজনৈতিক সংস্কার ছাড়া জামায়াতসহ কোনো রাজনৈতিক দল নির্বাচনে যাবে না — এটা স্পষ্ট বার্তা।"

এর আগে ৩০ জুন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাগপা ঘোষণা দেয়,

  • গণহত্যাকারী শেখ হাসিনার বিচার,

  • সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি,

  • ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মাসব্যাপী গণসংযোগ,

  • এবং আগস্টের ৬ তারিখে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা।

সেখানে রাশেদ প্রধান বলেন, "এ লড়াই শুধু কোনো দলের নয়, এটা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও সনদ প্রকাশে বারবার ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ জাগপা। ইতিহাসের দায়বদ্ধতা থেকে এই জুলাই মাসেই সনদ চূড়ান্ত করার আহ্বান জানালেন রাশেদ প্রধান।

没有找到评论


News Card Generator