close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চিত্রনায়ক রুবেলকে ঘিরে ভুয়া খবর: ক্ষুব্ধ পরিবারের সদস্য, সতর্কবার্তা আইনি ব্যবস্থার..

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
অভিনেতা রুবেলকে ঘিরে ফেসবুকে একাধিকবার মিথ্যা মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর বড় ভাই সোহেল রানা। তিনি জানিয়েছেন, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ না হলে গুজবকারীদের বিরুদ্ধে আ..

কয়েক সপ্তাহ পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে চিত্রনায়ক রুবেলকে ঘিরে বিভ্রান্তিকর ও অসত্য খবর। ফেসবুকের বিভিন্ন অপ্রামাণিক আইডি থেকে রুবেলের ‘মৃত্যুর’ মতো সংবেদনশীল তথ্য ছড়ানো হচ্ছে, যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

 

ঘটনার পরিপ্রেক্ষিতে রুবেলের বড় ভাই, খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দেন। সেখানে তিনি কঠোর ভাষায় এসব কর্মকাণ্ডের নিন্দা জানান এবং ভবিষ্যতে এ ধরনের গুজব ছড়ালে আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

সোহেল রানা লেখেন, “আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় রুবেল সুস্থ আছেন। মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা মোটেই গ্রহণযোগ্য নয়। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত আছি।”

 

সঙ্গে তিনি দুই ভাইয়ের একটি স্থিরচিত্র প্রকাশ করে লেখেন, “বারবার ভুয়া সংবাদ ছড়ানো হচ্ছে। এবার আর সহ্য করা হবে না। সংযত হোন।”

 

চিত্রনায়ক রুবেল দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় অংশ নিচ্ছেন না। সর্বশেষ তাঁকে দেখা গেছে রায়হান রাফির নির্মিত ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’-তে। অন্যদিকে সোহেল রানা নিজেও অভিনয় থেকে ধীরে ধীরে সরে এসেছেন। আগে রাজনীতিতেও সক্রিয় থাকলেও বর্তমানে তাও বন্ধ করেছেন বলে জানা গেছে।

 

প্রসঙ্গত, সোহেল রানা নিজে একজন প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত, যিনি ‘ওরা ১১ জন’ নামের বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেন ‘পারভেজ ফিল্মস’-এর ব্যানারে।

 

গুজব রটানোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের সম্মানহানি ও মানসিক চাপের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট মহল বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন।

Inga kommentarer hittades