close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুর চিরিরবন্দরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কামরুজ্জামান বিপ্লব (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ..

বৃহস্পতিবার (২২মে ) সকালে চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটেছে। 

বিপ্লব উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিন পলাশবাড়ী গ্রামের মাষ্টার পাড়ার মৃত আঃ নূর শাহ এর ছেলে। 

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) আঃ ওয়াদুত এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটার’ নামে একটি ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই যুবক। এতে ঘটনাস্থলে সে মারা যায় এবং তার শরীরের দীঘন্ডিত হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও রেলের লোকজন মরদেহ উদ্ধার করে। 

এ ব্যাপারে চিরিরবন্দরে রেলওয়ে স্টেশন মাস্টার শহীদুল ইসলাম বলেন, কাঞ্চন কমিউনিটর ট্রেন চিরিরবন্দর রেল স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই সে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এতে শরীর দ্বীখন্ডিত হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

Ingen kommentarer fundet


News Card Generator