close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুরের চিরিরবন্দরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ..
সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন।
 
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত। ৩ দিন ব্যাপী এই মেলায় সরকারি দপ্তর ছাড়াও কৃষি উদ্যোক্তাদের মোট ১০ টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে কৃষি ও কৃষকের ফসল উৎপাদনের জন্য আধুনিক সব প্রযুক্তি ছাড়াও কৃষকদের উৎপাদিত উন্নত ও হাইব্রীড জাতের নানা ফসল প্রদর্শন করা হচ্ছে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর অঞ্চল টেকসই উন্নয়ন প্রকল্প পরিচালক আবু রেজা মোঃ আসাদুজ্জামান, চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা রায়হান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার কর্মকর্তা রেজাউল করিম ,কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুমী আকতার , থানা (ওসি তদন্ত) আহসান হাবিব ,উপজেলা সমাজসেবা অফিসার হামিদুর রহমান,উপজেলা সমবায় অফিসার বাসুদেব রায় । 
Không có bình luận nào được tìm thấy


News Card Generator