দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্জেন্টিনা ও তলানির চিলি। দীর্ঘ সময় পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরছেন লিওনেল মেসি, তাই তাকে একনজর দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য সমর্থক। তবে এই ভিড়ই বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় মেসিদের জন্য।
দলটি চিলিতে পৌঁছানোর পর চিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফপি) ফিফার নির্ধারিত এয়ারপোর্ট সিকিউরিটি প্রোটোকল মানতে ব্যর্থ হয়। ফলে বিমানবন্দরে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনা দলের সদস্যরা। পরে স্থানীয় পুলিশ বাহিনীর সহায়তায় আর্জেন্টিনা দলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা দলকে নিরাপদে বিমানবন্দর থেকে সরিয়ে নেন।
এই ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাদের দাবি, সফরকারী দলের প্রতি সম্মান প্রদর্শনে চিলির ফুটবল কর্তৃপক্ষ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে এবং ফিফার প্রটোকল লঙ্ঘন করেছে। ফলে শাস্তির মুখে পড়তে পারে এএনএফপি।
এদিকে চিলির বিপক্ষে ম্যাচের আগে দলে ইনজুরি ও নিষেধাজ্ঞার ছায়া। তিনটি হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ হয়েছেন অভিজ্ঞ সেন্টারব্যাক নিকোলাস ওতামেন্দি। ইনজুরির কারণে ছিটকে গেছেন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক-অ্যালিস্টারও।
বাছাইপর্বে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আগামী ১১ জুন নিজেদের মাঠে পরবর্তী ম্যাচ খেলবে তারা। বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্টালে সেই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কলম্বিয়া।



















