ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে ছাত্রশিবির : ছাত্রদল সভাপতি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ছাত্রদলের ফরম বিতরণ অনুষ্ঠানে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিস্ফোরক অভিযোগ করেন, বর্তমান ছাত্রশিবির নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগে প্রবেশ করে তাদের পুনর্বাসনের। তিনি সতর্ক ..

ছাত্রলীগে শিবিরের পুনর্বাসনের চক্রান্ত চলছে— এমন বিস্ফোরক অভিযোগ তুলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতারা বর্তমানে ছাত্রলীগে সক্রিয় হয়ে উঠেছে। আমাদের কাছে প্রমাণ রয়েছে, তারা ছাত্রলীগে সরাসরি যুক্ত রয়েছে এবং এই প্রক্রিয়ায় ছাত্রশিবির ছাত্রলীগকে পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ছাত্রদলের মাসব্যাপী ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদল সভাপতি বলেন, "যদি ভবিষ্যতে শিবির-ছাত্রলীগের এ ধরনের গোপন আঁতাত আবারও ধরা পড়ে, আমরা কঠোর অবস্থান নেব। এমন নাটক কখনো মেনে নেওয়া হবে না।"

তিনি আরও বলেন, “বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও সেক্রেটারি অতীতে ছাত্রলীগ করতেন— এ সংক্রান্ত দলিলপত্র ছাত্রদলের হাতে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগ কমিটিতে যুক্ত ছিলেন। এটা শুধু রাজনৈতিক বিশ্বাসঘাতকতা নয়, বরং বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য ভয়ানক হুমকি।

ছাত্রদল সভাপতি তার বক্তব্যে আহ্বায়ক কমিটির অকার্যকর সদস্যদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “যারা কমিটিতে থেকে নিষ্ক্রিয় রয়েছেন, তাদের তালিকা ৫-৬ দিনের মধ্যেই তৈরি হবে এবং কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নই আমাদের মূলনীতি।

তিনি আরও বলেন, “আহ্বায়ক কমিটির যাচাই-বাছাইয়ের পর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে কমিটি গঠন করব। যারা বর্তমানে শিক্ষার্থী, তাদের দিয়েই বিভাগীয় কমিটি গঠন করা হবে।"

এ সময় তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জবি থেকে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে পড়াশোনা করেছেন। সেই হিসেবে তার ছাত্রত্ব কিভাবে এখনো বহাল থাকে? এমন প্রশ্নের উত্তর জামায়াত-শিবির নেতারা দিক।” তিনি আরও বলেন, “বাংলাদেশে একটি গোপন ‘আলবদর’ ধাঁচের বাহিনী গড়ে উঠেছে, যারা ছদ্মবেশে ছাত্র রাজনীতিতে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলও। তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইতিহাস গুম, খুন ও নির্যাতনের সাক্ষ্য বহন করে। এখনো অনেক কর্মী গুম অবস্থায় আছেন, যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক অভিভাবক ২০১১ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। আমরা সেই চেতনা ও নেতৃত্ব অনুসরণ করেই সংগঠনকে শক্তিশালী করতে চাই।

এই অনুষ্ঠানে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফরম বিতরণের পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তব্যে রাজনৈতিক আক্রমণ-প্রতিআক্রমণ ছাড়াও ছাত্র রাজনীতির আদর্শ, নেতৃত্বের ভবিষ্যৎ এবং সংগঠনের নতুন কাঠামো নিয়েও আলোচনা হয়।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের অভিযোগ অনুযায়ী, ছাত্রশিবির বর্তমানে ছদ্মবেশে ছাত্রলীগে ঢুকে পড়ছে এবং এটিকে পুনর্বাসনের চেষ্টা করছে। তিনি এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বলেন, ভবিষ্যতে এমন চক্রান্ত হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

Комментариев нет