ছাত্র–জনতার আন্দোলন চলাকালে একটি হত্যার ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান ওরফে হিরুকে গ্রেপ্তার করেছে পু
রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন আসাদুজ্জামান ওরফে হিরু। তিনি নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ বলে পরিচয় দিতেন। বুধবার রাতে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, আসামিকে গুলশান থানা-পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে বাড্ডা থানায় সোপর্দ করেছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ২৮ জুলাই ছাত্র–জনতার আন্দোলনের সময় বাড্ডায় তৌফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন।
এই ঘটনায় নিহতের স্ত্রী আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের পর আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
No se encontraron comentarios



















