রৌমারী উপজেলায় তেকানি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষে থাকা আই পি এস চুরি করতে গিয়ে দুজনকে হাতেনাতে আটক করেছে গ্রামবাসী।
তথ্যসূত্র জানিয়েছে প্রথমে চার বন্ধু মিলে প্ল্যান তৈরি করে চুরি করার সময় এলাকার এক বয়স্ক ব্যক্তি দেখে ফেললে দুজন পালিয়ে যায় এবং বাকি ২ জন ধরা পড়ে। একজনের নাম রাকিব (১৪) আরেকজন শাহাদাত (১৬) দুজনের বাসায় চ্যাংটা পাড়া।
		
				
			


















