close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

চাপসার সীমান্তে পুশইনের শিকার ২৩ জনের পরিচয় পাওয়া গেছে

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
দিনাজপুর অঞ্চল দিয়ে পুশইন অব্যাহত
 
স্টাফ রিপোর্টার, দিনাজপুর  > বিজিবির দিনাজপুরস্হ ৪২ ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসার সীমান্ত দিয়ে গেল রাতে পুশইনের শিকার ২৩ জনের পারিবারিক পরিচয় নিষ্চিত হয়েছেন সংশ্লিষ্টরা। তারা সবাই বাংলাদেশের নাগরিক। দালালের মাধ্যমে ৫ থেকে ৩০ বছরের মধ্যে মুম্বাইতে গিয়েছিল তারা।
 বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১৪ জুন রাত দেড়টার দিকে ঠাকুরগাঁও জেলার হরিপুরের 
 চাপসার বিওপি সীমান্ত পিলার ৩৪৭/১-এস এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে ৫ জন পুরুষ, ১২ জন মহিলা এবং ৬ জন শিশু রয়েছে। সীমান্ত এলাকায় ওই ২৩জনকে করেছে দিনাজপুরস্হ বিজিবির ৪২ ব্যাটালিয়নের চাপসার বিওপির সদস্যরা। পরে অনুসন্ধান চালিয়ে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই শেষে তাদের পারিবারিক পরিচয় নিশ্চিত হয়েছেন তারা।
 পুশইনের শিকার আটক ২৩ জন হলো, রহিমা খাতুন (২৩), পিতা-শফিকুল ইসলাম, গ্রাম-সুলতানপুর কলারোয়া, সাতক্ষীরা, নীল অঞ্জন মান্না (১০ মাস), পিতা-সেন্টু কুমার, গ্রাম-সুলতানপুর, থানা-কলারোয়া, সাতক্ষীরা, দিদারুল হাবিব মোল্লা (৪৪), পিতা-মৃত হাবিব মোল্লা, গ্রাম-রাধামাধবপুর, , দিঘলিয়া খুলনা, জলি বেগম (৩৮), স্বামী দিদারুল হাবিব মোল্লা, গ্রাম-রাধামাধবপুর, দিঘলিয়া
খুলনা, আরিফা মোল্লা (১৫), পিতা-মোঃ দিদারুল হাবিব মোল্লা, গ্রাম-রাধামাধবপুর, দিঘলিয়া খুলনা,
 সাব্বির মোল্লা (১৪), পিতা-মোঃ দিদারুল হাবিব মোল্লা, গ্রাম-রাধামাধবপুর, দিঘলিয়া খুলনা, ছাবির মোল্লা (০৮), পিতা-মোঃ দিদারুল হাবিব মোল্লা, গ্রাম-রাধামাধবপুর, দিঘলিয়া, খুলনা, সাইনাজ মোল্লা (০৭), পিতা-মোঃ দিদারুল হাবিব মোল্লা, গ্রাম-রাধামাধবপুর, দিঘলিয়া খুলনা, সুমন হোসেন (২৫), পিতা-মোঃ খোরশেদ আলম, গ্রাম-জাফরনগর, ঝিকরগাছা যশোর, সানিয়া বেগম (২১), পিতা-মোঃ দিদারুল হাবিব মোল্লা, গ্রাম-রাধামাধবপুর,দিঘলিয়া খুলনা, রোকাইয়া আক্তার (দেড় বছর), পিতা-মোঃ সুমন হোসেন, গ্রাম-জফরনগরঝিকরগাছা যশোর,
মিশার শেখ (৪১), পিতা-মঞ্জু শেখ, গ্রাম-কুলসুর, কালিয়া নড়াইল, রিতা বেগম (৩৬), স্বামী-মিশার শেখ, গ্রাম-কুলসুর, কালিয়া নড়াইল, রোহান শেখ (১৬), পিতা-মিশার শেখ, গ্রাম-কুলসুর, কালিয়া নড়াইল, পারুল মোল্লা (৭০), পিতা-জিয়ার উদ্দিন মোল্লা, গ্রাম-বুড়িদ্দীয়া, চৌগাছা যশোর, ফাতেমা বেগম (৩০), পিতা-শাহাজাহান মোল্লা, গ্রাম-বোতখান, ঝিকরগাছা যশোর, জেসমিন বেগম (৪৫), পিতা-মৃত বুজুই সরদার, গ্রাম-হাজিরবাগ, ঝিকরগাছা, যশোর, জরিনা বিবি (৩৮), পিতা-মৃত তাহের, গ্রাম-টেংরাখালি, শ্যামনগর সাতক্ষীরা, রুপিয়া খাতুন (৫০), পিতা-আনসার আলী, গ্রাম-চিতলা কলারোয়া সাতক্ষীরা, মনিরা খাতুন (৩৫), পিতা-কাওছার মোড়ল, গ্রাম-হলুদিয়া, কলারোয়া সাতক্ষীরা, রাশিদা খাতুন (৫০), পিতা-মৃত আমিন উদ্দিন সরদার, গ্রাম-গোবিন্দকাটি, কলারোয়া, সাতক্ষীরা।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী  কাজের সন্ধানে গত ৫ থেকে ৩০ বছর সময়ের মধ্যে  দালালের মাধ্যমে সীমান্ত এলাকা দিয়ে মুম্বাই গিয়েছিল তারা।
পুশইনের ঘটনায় প্রতিবাদে রিএসএফের সাথে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত  হয়েছে।
 
###
No comments found


News Card Generator