চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামে একটি সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে দখলের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার শতাধিক সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, সরকারি রাস্তার উপর দিয়ে পানি সরবরাহের পাইপ স্থাপন করা হয়েছে, পাশাপাশি রাস্তার পাশে গাছ-পালা, বেড়া ও বাঁশের খুঁটি বসিয়ে চলাচলের পথ প্রায় সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এ পথটি গ্রামবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ ও অসুস্থ মানুষজন নিয়মিত চলাচল করে থাকেন।
স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে এভাবে আটকে থাকায় তাদের নিত্যদিনের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বর্ষাকালে কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ জানালেও কোনো স্থায়ী সমাধান আসেনি বলে জানান তারা।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি রাস্তা কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—এ অবৈধ দখলদারিত্ব দ্রুত অপসারণ করা হোক।”
এ বিষয়ে রহনপুর ইউনিয়ন পরিষদ বা গোমস্তাপুর উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, জনগণের চলাচলের একমাত্র পথটি দ্রুত মুক্ত করে দেওয়া হোক, যাতে করে তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন।



















